গাজায় কুদস ব্রিগেডের সামরিক কুচকাওয়াজ; সমরাস্ত্র প্রদর্শন
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা কুদস ব্রিগেড গাজায় সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে। জেনিন শরণার্থী শিবিরে সংঘর্ষের ২০তম বার্ষিকী উপলক্ষে গতরাতে (রোববার রাতে) এই কুচকাওয়াজের আয়োজন করা হয়।
২০০২ সালের এপ্রিলে ঐ সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে বহু ফিলিস্তিনি শহীদ হন। এছাড়া ২৩ জন ইসরাইলি সেনা প্রাণ হারান।
কুদস ব্রিগেডের কুচকাওয়াজ চলাচলে বিভিন্ন অস্ত্র প্রদর্শন করার পাশাপাশি জেনিন শরণার্থী শিবিরের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় সেখানে শহীদদের ছবি শোভা পাচ্ছিল।
গাজার আন-নাসিরাত এলাকায় এই আয়োজনের সময় মানুষের ভিড় লেগে যায়। সর্বস্তরের মানুষ এই ব্রিগেডের বিভিন্ন বিভাগের সদস্যদের দেখতে সেখানে ছুটে যান। সেখানে গিয়ে কুদস ব্রিগেডের ক্ষেপণাস্ত্রবাহী গাড়ি যেমন কাছ থেকে দেখা সম্ভব হয়েছে তেমনি স্নাইপারদের উপস্থিতিতে অনেকেই মুগ্ধ হয়েছেন।
ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ক্রমেই শক্তি অর্জন করছে। গাজা উপত্যকায় গত বছরের যুদ্ধের সময় কুদস ব্রিগেড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।#
পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।