ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে সৌদি আগ্রাসনের মোকাবেলায় ইয়েমেনিদের সাফল্যের রহস্য
https://parstoday.ir/bn/news/west_asia-i106584-ইরানের_সর্বোচ্চ_নেতার_দৃষ্টিতে_সৌদি_আগ্রাসনের_মোকাবেলায়_ইয়েমেনিদের_সাফল্যের_রহস্য
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি সৌদি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে ইয়েমেনি জনগণের ভূয়সী প্রশংসা করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৩, ২০২২ ১৯:২৭ Asia/Dhaka

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি সৌদি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে ইয়েমেনি জনগণের ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি গতকাল (মঙ্গলবার) রাষ্ট্রীয় কর্মকর্তাদের এক সমাবেশে নানা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ইয়েমেনের ওপর আগ্রাসন বন্ধ করতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানান। ইরানের সর্বোচ্চ নেতা  সৌদি নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, আপনারা যখন বুঝতে পারছেন যে, এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় তখন এ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কেন? এর পরিবর্তে ভিন্ন কোনো উপায় বের করে ইয়েমেন সংকটের চোরাবালি থেকে নিজেকে রক্ষা করুন। 

ইরানের সর্বোচ্চ নেতা জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনে সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতির প্রশংসা করে বলেন, এই সমঝোতা প্রকৃত অর্থে বাস্তবায়ন করা হলে তা অব্যাহত থাকতে পারে। তিনি আরও বলেন, নিঃসন্দেহে ইয়েমেনের জনগণ তাদের উদ্যম, সাহসিকতা, সক্রিয়তা ও নেতৃবৃন্দের সুবাদে বিজয়ী এবং মহান আল্লাহও এই মজলুম জাতিকে সাহায্য করবেন।

ইরানের সর্বোচ্চ নেতা এই বাস্তবতা তুলে ধরেছেন যে সৌদি জোটের অব্যাহত যুদ্ধকামিতা তাদের জন্য কোনো উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনছে না।  কারণ তাদের আগ্রাসন অষ্টম বছরে পা দেয়া সত্ত্বেও ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন ইয়েমেনি জাতীয় ঐক্যমোর্চার সরকার মোটেই দুর্বল হয়নি বরং তাদের ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মাঝে মধ্যেই সৌদি আরামকো কোম্পানির স্থাপনাগুলোসহ  গুরুত্বপূর্ণ সৌদি ও আমিরাতি স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে। ইয়েমেনিদের হামলায় সৌদি সরকারের শত শত কোটি ডলার মূল্যের সম্পদ ধ্বংস হয়েছে।  

সৌদি আরব অতীতের যুদ্ধ-বিরতিগুলোর মত জাতিসংঘের মধ্যস্থতায় ঘোষিত এবারের যুদ্ধ-বিরতিও একশত বারেরও বেশি লঙ্ঘন করেছে নির্বিচার বিমান হামলা চালিয়ে এবং সমুদ্রে নিষেধাজ্ঞা বা অবরোধ পুনর্বহাল করে। এমনকি ইয়েমেনের জনগণের জন্য জাতিসংঘের অনুমোদিত সাহায্য ও ত্রাণবাহী জাহাজগুলোকেও আটক করছে সৌদি জোট যা যুদ্ধ-বিরতির লঙ্ঘন।

অন্যদিকে ইয়েমেনের জাতীয় ঐক্য মোর্চার সরকার আগ্রাসনের কারণে উদ্ভূত মানবীয় সংকট কমিয়ে আনতে যুদ্ধ-বিরতি পালন অব্যাহত রেখেছে। 

ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে এই যুদ্ধ-বিরতি কার্যকর করার মাধ্যমে মার্কিন মদদপুষ্ট সৌদি-আমিরাতি আগ্রাসী জোট তাদের ব্যর্থতার ষোলকলা পরিপূর্ণ হওয়ার আগেই এই যুদ্ধের চোরাবালি থেকে কিছুটা হলেও আত্মসম্মান নিয়ে বের হওয়ার পথ সুগম করতে পারে । #

পার্সটুডে/এমএএইচ/১৩