ইসরাইল দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে: লেবাননের সংস্কৃতিমন্ত্রী
(last modified Thu, 12 May 2022 12:04:39 GMT )
মে ১২, ২০২২ ১৮:০৪ Asia/Dhaka
  • মুহাম্মাদ মুর্তাজা
    মুহাম্মাদ মুর্তাজা

লেবাননের সংস্কৃতিমন্ত্রী মুহাম্মাদ মুর্তাজা বলেছেন, দখলদার ইসরাইলের অপরাধ যত বাড়বে ততই তারাই ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ইহুদিবাদী সেনাদের গুলিতে আল-জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিক শিরিন আবু আকলে নিহতের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি আজ এ কথা বলেন।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে খবর সংগ্রহের সময় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে গতকাল (বুধবার) কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার ঐ সাংবাদিক নিহত হন। এছাড়া ইহুদিবাদী সেনাদের গুলিতে ফিলিস্তিনি পত্রিকা আল-কুদস'র সাংবাদিক আলী আস-সামুদি আহত হন।

লেবাননের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আরও বলেছেন, সাংবাদিক আবু আকলে হত্যাকাণ্ডের মধ্যদিয়ে ফিলিস্তিনিদের মুক্তির অধিকার মুছে যাবে না। দখলদারির মোকাবেলায় প্রতিরোধ সংগ্রাম কার্যকরি পন্থা। আল-আকসা প্রতিরোধের মাধ্যমেই বিজয় লাভ করবে বলে তিনি জানান।

শিরিন আবু আকলে

২০০০ সালে ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদা বা গণজাগরণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৫ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। বর্ণবাদী ইসরাইলের ববর্রতা ও নৃশংসতা যাতে প্রকাশ না পায় সে লক্ষ্যেই তারা সাংবাদিকদের হত্যা করে।#   

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ