ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠা করুন: হানিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i107908-ইসরাইলের_বিরুদ্ধে_ঐক্যবদ্ধ_কমান্ড_প্রতিষ্ঠা_করুন_হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার নেতা ইমসাইল হানিয়া ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৪, ২০২২ ১৪:১৬ Asia/Dhaka
  • হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইমসাইল হানিয়া
    হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইমসাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার নেতা ইমসাইল হানিয়া ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

দখলদার ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আখলে নিহত হওয়ার পর গতকাল (শুক্রবার) তিনি এই আহ্বান জানান। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের উচ্ছেদ অভিযানের খবর সংগ্রহ করার সময় তাকে ঠাণ্ডা মাথায় গুলি চালিয়ে হত্যা করে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় চলছে।

নিহত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আখলে

ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনের মুক্তি আন্দোলন এখন ‘নতুন অধ্যায়ে’ পৌঁছেছে যা ‘তীক্ষ্ণ ও কৌশলগত সিদ্ধান্ত’ প্রত্যাশা করে। ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠা করা হৃলে তা বর্ণবাদী ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনার কাজে ব্যবহৃত হবে। সাংবাদিক শিরিন আবু আখলের পাশবিক হত্যাকাণ্ড ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠাকে অনিবার্য করে তুলেছে বলেও তিনি মন্তব্য করেন।   

ইসরাইলি আগ্রাসনের মুখে তেল আবিবের সঙ্গে সব ধরনের সহযোগিতার অবসান এবং কথিত অসলো শান্তিচুক্তি বাতিলের জন্য হামাস নেতা রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় ১৯৯৩ সালে নরওয়ের রাজধানী অসলোতে ফিলিস্তিন মুক্তি আন্দেলন বা পিএলও এবং দখলদার ইসরাইল এই চুক্তিতে সই করে।#   

পার্সটুডে/এসআইবি/১৪