মে ১৬, ২০২২ ১৬:২৪ Asia/Dhaka
  • আব্দুল আজিজ বিন সালমান
    আব্দুল আজিজ বিন সালমান

যৌথ গ্যাসক্ষেত্র 'অরাশ' নিয়ে আলোচনার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। 

সৌদি জ্বালানিমন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান আজ (সোমবার) বলেছেন, যৌথ গ্যাসক্ষেত্রে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তাতে সব পক্ষেরই স্বার্থ জড়িত। রিয়াদ এ বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা করতে চায়। 

'অরাশ' খনিতে গ্যাসের পাশাপাশি তেলও রয়েছে। পারস্য উপসাগরে অবস্থিত এই খনি কুয়েত এবং সৌদি আরবের পানিসীমার মধ্যেও পড়েছে। ১৯৬০ সালে আবিষ্কৃত এই তেল ও গ্যাস ক্ষেত্রে আনুমানিক ২২ হাজার ঘনমিটার গ্যাস রয়েছে। 

'অরাশ' গ্যাসক্ষেত্রটি ইরান, কুয়েত এবং সৌদি আরবের যৌথ খনি হওয়া সত্ত্বেও সম্প্রতি সৌদি আরবের মন্ত্রিসভা এই খনি থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্ষেত্রে রিয়াদ এবং কুয়েতের অধিকারের উপর জোর দিয়েছে। একই সঙ্গে গ্যাস ক্ষেত্রের উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য কাজ চালিয়ে যেতে বলেছে।

এছাড়া সৌদি আরব ও কুয়েত এই খনিতে খনন ও উত্তোলন কাজ চালাতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। দুই দেশের তেল কোম্পানি এ সংক্রান্ত  প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে ঐ  চুক্তিতে উল্লেখ করা হয়েছে।

সৌদি আরব ও কুয়েতের সিদ্ধান্তের  বিষয়ে এর আগেই আপত্তি জানিয়েছে ইরান।

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ