ভূমধ্যসাগরের দিকে ৮ ক্ষেপণাস্ত্র ছুড়ল ফিলিস্তিনের হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i108560-ভূমধ্যসাগরের_দিকে_৮_ক্ষেপণাস্ত্র_ছুড়ল_ফিলিস্তিনের_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো ভূমধ্যসাগরের দিকে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পরীক্ষামূলকভাবে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৯, ২০২২ ১৮:৪৮ Asia/Dhaka
  • হামাসের ক্ষেপণাস্ত্র
    হামাসের ক্ষেপণাস্ত্র

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো ভূমধ্যসাগরের দিকে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পরীক্ষামূলকভাবে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে 'ফিলিস্তিন আল ইয়াউম' জানিয়েছে, গাজার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি ক্ষেপণাস্ত্রের আঘাত আরও নিখুঁত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রগুলো ভূমধ্যসাগরে দিকে নিক্ষেপ করা হয়েছে।

এই খবরের সত্যতা স্বীকার করে ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, হামাস পরীক্ষামূলকভাবে সাগরের দিকে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে যা ইসরাইলের জন্য সতর্কবার্তা।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো আল-আকসা মসজিদের অবমাননা এবং বায়তুল মুকাদ্দাসের ফিলিস্তিনিদের ওপর হামলার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। গত বছর আল-আকসা মসজিদের অবমাননা ও বায়তুল মুকাদ্দাসের ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ বেধেছিল।

ফিলিস্তিনি সংগঠনগুলো ইহুদিবাদীদের পতাকা মিছিলের বিষয়েও হুঁশিয়ারি দিয়েছে।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।