লেবাননে হিজবুল্লাহ সমর্থিত নাবি বেরি স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত
(last modified Tue, 31 May 2022 12:30:54 GMT )
মে ৩১, ২০২২ ১৮:৩০ Asia/Dhaka
  • নাবি বেরি
    নাবি বেরি

লেবাননের সংসদ স্পিকার হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন নাবি বেরি। আজ (মঙ্গলবার) সংসদের প্রথম অধিবেশনে ভোটাভুটিতে তিনি ৬৫ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন।

দেশটির সংসদের আসন সংখ্যা হচ্ছে ১২৮। এ নিয়ে টানা  সপ্তম দফায় সংসদ স্পিকার হলেন নাবি বেরি। ১৯৯২ সালে তিনি প্রথম সংসদ স্পিকার হিসেবে নির্বাচিত হন।

সংসদ স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তৃতায় তিনি বলেছেন, 'আমাদের শত্রু ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।' দেশের মুক্তির জন্য সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নাবি বেরি হচ্ছেন একজন শিয়া মুসলমান। দেশটির সংবিধান অনুসারে, সেখানে খ্রিস্টান সম্প্রদায় থেকে প্রেসিডেন্ট, সুন্নি মাজহাব থেকে প্রধানমন্ত্রী এবং শিয়া মাজহাব থেকে জাতীয় সংসদের স্পিকার নির্বাচন করা হয়। লেবাননের সংসদ এখন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়ে পদক্ষেপ নেবে।

গত ১৫ এপ্রিল লেবাননে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনেও হিজবুল্লাহর নেতৃত্বাধীন প্রতিরোধকামী ফ্রন্ট তুলনামূলক বেশি ভোট পেয়েছে।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ