ইয়েমেনের আরো একটি তেল ট্যাংকার আটক করল সৌদি জোট
(last modified Thu, 16 Jun 2022 07:30:59 GMT )
জুন ১৬, ২০২২ ১৩:৩০ Asia/Dhaka
  • ইয়েমেনের তেলবাহী জাহাজকে বন্দরে ভিড়তে বারবার বাধা দিচ্ছে সৌদি জোট
    ইয়েমেনের তেলবাহী জাহাজকে বন্দরে ভিড়তে বারবার বাধা দিচ্ছে সৌদি জোট

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের আরো একটি তেল ট্যাংকার আটক করেছে। ট্যাংকারটিতে কয়েক হাজার টন তেল রয়েছে। গত ২৪ ঘন্টায় এ নিয়ে সৌদি জোট দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল।

‘ফস পাওয়ার’ নামের এ তেল ট্যাংকারটি জাতিসংঘের অনুমোদন নিয়ে ইয়েমেনে জ্বালানির নিয়ে যাচ্ছিল কিন্তু হুদায়দা বন্দরের কাছে পৌঁছানোর পর সৌদি জোট জাহাজটিকে বন্দরে ভিড়তে বাধা দেয়। ইয়েমেনের জাতীয় তেল কোম্পানির মুখপাত্র ইসাম আল-মুতাওয়াকিল এ তথ্য জানিয়েছেন।

হুদায়দা বন্দর

তিনি ইয়েমেনের আল অহেদ নিউজ ওয়েবসাইটকে বলেন, " সৌদি জোট যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছেন, তারা ইয়েমেনের আরো একটি তেল ট্যাংকার আটক করেছে যাতে ৩০ হাজার ১৪৮ টন জ্বালানি তেল বহন করা হচ্ছিল। জাতিসংঘের অনুমোদন থাকার পরও জাহাজটিকে সৌদি জোট হুদায়দা বন্দরে প্রবেশ করতে দেয় নি।”

মঙ্গলবারও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। ওই দিন ২৩ হাজার ৯২০ টন জ্বালানি তেল নিয়ে হুদায়দা বন্দরের দিকে যাওয়া প্রিন্সেস হালিমা নামের একটি ট্যাংকারকে বন্দরে ভিড়তে দেয়নি সৌদি জোট। অথচ জাতিসংঘের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে তাতে জাহাজের মাধ্যমে ইয়েমেনে জ্বালানি তেল সরবরাহের নিশ্চয়তা দেয়া হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬

ট্যাগ