তুরস্ক সফরে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান
https://parstoday.ir/bn/news/west_asia-i109628-তুরস্ক_সফরে_সৌদি_যুবরাজ_মুহাম্মাদ_বিন_সালমান
সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মুহাম্মাদ বিন সালমান সরকারি সফরে গতকাল (বুধবার) তুরস্কে গেছেন। সফরে তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠক করবেন যা হবে চলতি বছরে দ্বিতীয় বৈঠক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৩, ২০২২ ১৩:৫৪ Asia/Dhaka

সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মুহাম্মাদ বিন সালমান সরকারি সফরে গতকাল (বুধবার) তুরস্কে গেছেন। সফরে তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠক করবেন যা হবে চলতি বছরে দ্বিতীয় বৈঠক।

২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর রিয়াদ ও আংকারার মধ্যকার সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। সে সময় তুর্কি সরকার খাশোগি হত্যাকাণ্ডের জন্য সরাসরি সৌদি যুবরাজ বিন সালমানকে দায়ী করে।

এরদোগান প্রশাসন বলেছিল, যুবরাজের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এর বিরুদ্ধে তুরস্ক শেষ পর্যন্ত আইনি লড়াই চালাবে। কিন্তু সম্প্রতি তুরস্ক জামাল খাশোগি হত্যা মামলার কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। মামলাটি এখন সৌদি আরব থেকে পরিচালিত হবে।

তবে সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক আবার উষ্ণ হতে শুরু করেছে। গত এপ্রিল মাসে তুর্কি প্রেসিডেন্ট এরাদাগান সৌদি আরব সফর করেন। সে সময় তিনি বিন সালমানের সঙ্গে বৈঠক করেছিলেন। তুরস্ক আশা করছে, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আগের মতোই সম্পূর্ণভাবে স্বাভাবিক হবে এবং নতুন অধ্যায় শুরু হবে।#

পার্সটুডে/এসআইবি/২৩