দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে: ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী
-
ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী
ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুহাম্মদ নাসের আল আতেফি বলেছেন, বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কৌশলগত অস্ত্র মজুত রয়েছে।
ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল আজ (রোববার) এ খবর দিয়েছে।
ইয়েমেনি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, তাদের সামরিক প্রকৌশল বিভাগ দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ নানা ধরণের অস্ত্রের মজুত আরও বৃদ্ধি পায়। একইসঙ্গে আরও উন্নত ও নিখুঁত ড্রোনের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে।
ইয়েমেনিদেরকে উসকানি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়ে জেনারেল নাসের আল-আতেফি বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বাধীন আগ্রাসী জোটকে বলছি আপনারা ইয়েমেনকে আর উসকানি দেবেন না। জেনে রাখুন শত্রুদেরকে উচিৎ শিক্ষা দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। কীভাবে শিক্ষা দিতে হয় সেটাও আমরা জানি।
আনসারুল্লাহ আন্দোলনের পরামর্শগুলো না শুনলে শত্রুরা অনুতপ্ত হবে বলে তিনি ঘোষণা করেন।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর আগ্রাসন শুরু করে। তবে এখন সেখানে যুদ্ধবিরতি চলছে।#
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।