আবু আকালেহের হত্যাকাণ্ড অনিচ্ছাকৃত: ইসরাইলকে রক্ষার মার্কিন বিবৃতির রহস্য
(last modified Tue, 05 Jul 2022 12:01:05 GMT )
জুলাই ০৫, ২০২২ ১৮:০১ Asia/Dhaka
  • আবু আকলে
    আবু আকলে

ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আক্বলেহের হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্পষ্ট দলিল প্রমাণ থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জাানিয়েছে যে কাতার ভিত্তিক আল জাজিরার এই সাংবাদিকের হত্যাকাণ্ড অনিচ্ছাকৃত।

এই নৃশংস হত্যাকাণ্ডটি জনসম্মুখে এবং লক্ষ লক্ষ দর্শকের সামনে সংঘটিত হওয়া সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র দফতরের এই ধরনের মূল্যায়ন ও বিবৃত বিশ্বের কোটি কোটি মানুষের বুদ্ধিমত্তার প্রতি স্পষ্ট অপমান ছাড়া আর কিছুই নয়। যদি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছ থেকে এই ধরনের মূল্যায়ন আসতো তাহলে আশ্চর্যের কোনো বিষয় ছিল না। কিন্তু ডেমোক্রেট দলের জো বাইডেন প্রশাসনের কাছ থেকে এই ধরনের মূল্যায়ন বা জবাব এসেছে বলেই  তা বিশ্ব মহলে প্রশ্নের সৃষ্টি করেছে। ফলে আরেকবার প্রমাণিত হলো যে ইহুদিবাদী ইসরাইলের ব্যাপারে ট্রাম্প ও বাইডেন প্রশাসনের নীতিতে কোনো ধরনের পরিবর্তন নেই বরং তাদেরকে একই সূরে কথা বলতে দেখা যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্তোনিও ব্লিংকেন ইতিমধ্যে তার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তার প্রমাণ দিয়েছেন। ফলে এতে কোনো সন্দেহ নেই যে শিরিন আবু আকলাকে অনিচ্ছাকৃত হত্যার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের রিপোর্ট সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট এবং তা সংবাদ মাধ্যম ও বাকস্বাধীনতাকে সমর্থন করার বিষয়ে ডেমোক্রেটিক পার্টির ঘোষিত নীতির পরিপন্থী।  

আবু আকলাকে এই কারণেই হত্যা করা হয়েছিল যে তিনি অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের আধিপত্যবাদী কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য আল জাজিরার দেওয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন এবং বেশ কয়েকটি ইহুদিবাদী বিরোধী অভিযান মোকাবেলায় তেল আবিব শাসক গোষ্ঠীর অক্ষমতার বিষয়টি প্রকাশে আনতে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন।

প্রকৃতপক্ষে অত্যন্ত ঠান্ডা মাথায় এবং ইচ্ছাকৃতভাবে আবু আকলাকে হত্যা করে তেল আবিব আবু আকলার ইসরাইল বিরোধী প্রতিবেদনের প্রতিশোধ নিয়েছিল এবং আবু আকলার পথ অনুসরণ করে আর কেউ যাতে এমন স্বাধীন সংবাদ পরিবেশন করার সাহস না দেখায় সে জন্য অন্যান্য সাংবাদিক ও মিডিয়াকে সতর্ক করতে চেয়েছিল।  

ডেমোক্রেট দলের বাইডেন সরকার যেভাবে তার নির্বাচনী প্রচারণার বিপরীতে অবস্থান নিয়ে সৌদির প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগীর হত্যাকাণ্ডের বিচার করার ঘোষণা থেকে পিছু হটেছে একইভাবে তারা ফিলিস্তিনি নারী সাংবাদিক আবু আকলেহ হত্যার বিষয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মনগড়া বর্ণনা এবং দাবির প্রতি আত্মসমর্পণ করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।