জুলাই ২৫, ২০২২ ০৮:২৬ Asia/Dhaka
  • ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আস-সাহাফ
    ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আস-সাহাফ

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আস-সাহাফ বলেছেন, তুরস্কের সঙ্গে তার দেশের কোনো ধরনের সামরিক বা নিরাপত্তা চুক্তি নেই। তিনি আরো অভিযোগ করেছেন, ইরাকের উত্তরাঞ্চলে সাম্প্রতিক হামলায় তুরস্ক আগ্রাসী লক্ষ্য বাস্তবায়ন করার চেষ্টা করেছে। তুরস্ক আন্তর্জাতিক আইন পদানত করে ইরাকের উত্তরাঞ্চলে হামলা চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন।

বাগদাদ গত বুধবার জানিয়েছিল, তুরস্ক ইরাকের উত্তরাঞ্চলীয় দাহুক গ্রাম লক্ষ্য করে একটি কামানের গোলা নিক্ষেপ করেছে। গোলাটি একটি অবকাশযাপন কেন্দ্রে আঘাত হানলে সেখানে অবস্থানরত নয় ইরাকি পর্যটক নিহত ও বেশ কয়েকজন আহত হন। ইরাক সরকার ওই হামলায় হতাহতের ঘটনায় তুরস্ককে অভিযুক্ত করলেও আঙ্কারা দাবি করছে, দেশটি ইরাকের কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমি ওই হামলার জন্য তুরস্ককে দায়ী করে বলেছেন, এ ধরনের হামলার জবাব দেয়ার পূর্ণ অধিকার বাগদাদের রয়েছে।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আস-সাহাফ রোববার বাগদাদে বলেন, তার দেশের পক্ষ থেকে তুর্কি আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ইরাকের সাধারণ মানুষ ও অবকাঠামোর ক্ষতি করার জন্য তুরস্ককে ইরাকের কাছে ক্ষমা চাইতে হবে। উত্তর ইরাকে তুরস্কের আগ্রাসী হামলা নিয়ে আগামীকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে বলে কথা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ