আবার মুক্তাদা সাদরের অনুসারীদের দখলে ইরাকি পার্লামেন্ট; অধিবেশন স্থগিত
(last modified Sun, 31 Jul 2022 01:11:27 GMT )
জুলাই ৩১, ২০২২ ০৭:১১ Asia/Dhaka
  • পার্লামেন্টে সাদরের অনুসারীরা (শনিবারের ছবি)
    পার্লামেন্টে সাদরের অনুসারীরা (শনিবারের ছবি)

ইরাকের প্রভাবশালী রাজনীতিবিদ মুক্তাদা সাদরের অনুসারীরা আবার দেশটির পার্লামেন্ট ভবনে অনুপ্রবেশ করে এটির দখল নিয়ে নিয়েছে।এই নিয়ে গত চারদিনের মধ্যে তারা দু’বার ইরাকি পার্লামেন্টকে অবৈধভাবে ঢুকে পড়লেন।

এর আগে গত বুধবারও তারা ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মাদ শিয়া’ আস-সুদানির প্রার্থীতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পার্লামেন্ট ভবনের দখল নিয়েছিল। এবার তারা ঘোষণা দিয়েছে তাদের দাবি না মানা পর্যন্ত তারা দখল ছাড়বে না।ইরাকের কোনো কোনো সূত্র জানিয়েছে, শনিবার মুক্তাদা সাদরের অনুসারীরা বলপূর্বক পার্লামেন্ট ভবনে ঢোকার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমি

এর আগে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমি বিক্ষোভকারীদেরকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছিলেন, রাজধানীতে চলমান এই রাজনৈতিক অস্থিরতা সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। এ কারণে তিনি শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবুসি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন স্থগিত ঘোষণা করেছেন। তিনি অগণতান্ত্রিক পন্থা পরিহার করে আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের আহ্বান জানিয়েছেন।

গত বছরের অক্টোবর মাসে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দলগুলোর মধ্যে জোট করে সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু এখন পর্যন্ত এই জোট গঠন সম্ভব না হওয়ায় ইরাকের রাজনৈতিক অচলাবস্থার অবসান হচ্ছে না।#

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ