লেবাননের জ্বালানি চাহিদা পূরণ করবে ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i111306-লেবাননের_জ্বালানি_চাহিদা_পূরণ_করবে_ইরান
লেবাননের জ্বালানি চাহিদা পূরণ করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারি মোহাম্মাদ সাদেক ফাজলি আজ (রোববার) এ কথা বলেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ৩১, ২০২২ ১৮:১৮ Asia/Dhaka
  • লেবাননের জ্বালানি চাহিদা পূরণ করবে ইরান

লেবাননের জ্বালানি চাহিদা পূরণ করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারি মোহাম্মাদ সাদেক ফাজলি আজ (রোববার) এ কথা বলেছেন।

তিনি এক টুইটার বার্তায় বলেছেন, ইরান জ্বালানি উৎপাদন ও রপ্তানিতে এই অঞ্চলে শীর্ষ অবস্থানে রয়েছে। লেবাননের জনগণের জ্বালানি চাহিদা পূরণে ইরান তাদের পাশে রয়েছে।

মুসলিম দেশ লেবানন দীর্ঘ দিন ধরে জ্বালানিসহ নানা সমস্যায় মধ্যে রয়েছে। এ অবস্থায় জ্বালানি দিয়ে লেবাননকে সহযোগিতা করছে ইরান। এ পর্যন্ত লেবাননে কয়েক দফায় জাহাজে করে জ্বালানি পাঠিয়েছে তেহরান। ইরানের কাছ থেকে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

ইহুদিবাদ ও সাম্রাজ্যবাদের মোকাবেলায় জোরালো ভূমিকার কারণে হিজবুল্লাহ তথা লেবাননের বিরুদ্ধে ইসলাম-বিদ্বেষীদের সর্বমুখী ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব নিষেধাজ্ঞায় কষ্ট পাচ্ছে সেদেশের আপামর জনসাধারণ।#  

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।