গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি অনুমোদন করতে হবে: নিরাপত্তা পরিষদকে ইরাভানি
-
ইরাভানি
পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতার ধারাবাহিক অপব্যবহারের কারণে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে কোনো প্রস্তাব গ্রহণ করতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ। গত কয়েক মাসে ছয় বার আগ্রাসন বন্ধের প্রস্তাবে ভেটো দিয়েছে।
তিনি গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানান।
পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে- ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক বৈঠকে দেওয়া বক্তব্যে ভেটো ক্ষমতার অপব্যবহারের সমালোচনা করেন। ইরাভানি বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সাম্প্রতিক মাসগুলোতে ষষ্ঠবারের মতো আমেরিকার ভেটো অপব্যবহারের কারণে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নির্মম আগ্রাসন থামাতে কোনো প্রস্তাব গৃহীত হয়নি।
ইরাভানি ইরানের দাবিগুলো তুলে ধরেন এবং সেখানে যেসব বিষয় রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে-
- গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি অনুমোদন ও বাস্তবায়ন।
- ইহুদিবাদী ইসরায়েলের আরোপিত সকল অবরোধ প্রত্যাহার ও মানবিক ত্রাণ সরবরাহের ক্ষেত্রে বাধা প্রত্যাহার।
- যেকোনো সংযুক্তিকরণ, জোরপূর্বক স্থানান্তর বা তৃতীয় দেশে পুনর্বাসনের পরিকল্পনা প্রত্যাখ্যান।
- সিরিয়া, লেবানন, ইয়েমেন, কাতার ও ইরানসহ আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
- ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান।
- ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার দখলকৃত ভূখণ্ড থেকে দখলদার বাহিনী প্রত্যাহারে ব্যবস্থা গ্রহণ।#
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।