ইসরাইলের উন্নত লেজার প্রতিরক্ষা ব্যবস্থায় সাইবার হামলা
https://parstoday.ir/bn/news/event-i153450-ইসরাইলের_উন্নত_লেজার_প্রতিরক্ষা_ব্যবস্থায়_সাইবার_হামলা
পার্সটুডে-একদল হ্যাকার দাবি করেছে তারা ইসরাইলের উন্নত লেজার প্রতিরক্ষা ব্যবস্থা "আয়রন বিম"সহ অন্যান্য উন্নত অস্ত্রশস্ত্র সম্পর্কিত গোপন তথ্য পেয়েছে।
(last modified 2025-10-27T15:47:56+00:00 )
অক্টোবর ২৭, ২০২৫ ১৯:০৫ Asia/Dhaka
  • ইসরাইলের উন্নত লেজার প্রতিরক্ষা ব্যবস্থায় সাইবার হামলা
    ইসরাইলের উন্নত লেজার প্রতিরক্ষা ব্যবস্থায় সাইবার হামলা

পার্সটুডে-একদল হ্যাকার দাবি করেছে তারা ইসরাইলের উন্নত লেজার প্রতিরক্ষা ব্যবস্থা "আয়রন বিম"সহ অন্যান্য উন্নত অস্ত্রশস্ত্র সম্পর্কিত গোপন তথ্য পেয়েছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা "সামা"-এর বরাত দিয়ে আল-আলম নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, "সাইবার সাপোর্ট ফ্রন্ট" নামে পরিচিত এই দলটি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে "মায়া" নামের ইসরাইলি সামরিক শিল্পের সাইটে অনুপ্রবেশের বিবরণ চিত্রিত করা হয়েছে।

ই ভিডিওতে, গোপনীয় অনেক তথ্য প্রকাশ করা হয়েছে। সে সবের মধ্যে রয়েছে "আয়রন বিম" লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, "স্কাইলার্ক" স্পাই ড্রোন, "স্পাইডার" বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, "আইসব্রেকার" ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য ইসরাইলি সামরিক সরঞ্জাম যেগুলো উন্নত বৈশ্বিক প্রযুক্তি ব্যবহার করে ডিজাইন এবং উত্পাদন করা হয়।

এছাড়াও, অস্ট্রেলিয়াসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশের সাথে ইহুদিবাদী সেনাবাহিনীর যৌথ সমঝোতার ছবি এবং নথি ওই ভিডিওতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে ইসরাইলিদের সাইবারস্পেসে অনুপ্রবেশ এবং সংবেদনশীল তথ্যে অ্যাক্সেস অর্জনের প্রচেষ্টার বিবরণও দেখানো হয়েছে।#

পার্সটুডে/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।