ইরাকি সংসদ ভেঙে দেওয়ার দাবির জবাবে যা বলল বিচার বিভাগ
(last modified Sun, 14 Aug 2022 12:44:24 GMT )
আগস্ট ১৪, ২০২২ ১৮:৪৪ Asia/Dhaka
  • ইরাকি পার্লামেন্ট
    ইরাকি পার্লামেন্ট

ইরাকের পার্লামেন্ট ভেঙে দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সর্বোচ্চ বিচার বিভাগীয় পরিষদ। তারা এক বিবৃতিতে বলেছে, পার্লামেন্ট বিলুপ্ত করার ক্ষমতা এই পরিষদের নেই। তাদের দায়িত্ব হচ্ছে বিচার সংক্রান্ত বিষয়াদি পরিচালনা করা। রাজনৈতিক বিবাদ ও প্রতিদ্বন্দ্বিতায় বিচার বিভাগীয় পরিষদকে না জড়াতে বিবৃতিতে অনুরোধ করা হয়েছে।

ইরাকের জাতীয় সংসদ ভেঙে দেয়ার জন্য দেশটির সর্বোচ্চ বিচার বিভাগীয় পরিষদকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন বিশিষ্ট আলেম এবং রাজনৈতিক নেতা মুক্তাদা আল সাদর।

গত বুধবার তিনি এই সময়সীমা বেঁধে দিয়ে বলেন, আগামী সপ্তাহ শেষ হওয়ার আগেই দেশের বিচার বিভাগ যদি তার কথাকে গুরুত্ব না দেয় এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে আগাম জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ না করে তাহলে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।

গত অক্টোবরে ইরাকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই থেকে এ পর্যন্ত দেশটিতে কার্যকর কোনো সরকার নেই। প্রায় ১০ মাস আগে নির্বাচন অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। এ নিয়ে ইরাকে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এই অবস্থায় মুক্তাদা আল সাদর সংসদ ভেঙে দেয়ার জন্য সময়সীমা বেঁধে দেন।

গত নির্বাচনে মুক্তাদা সাদরের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ইরাকের সংসদে সবচেয়ে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।