আকসা মসজিদে ব্যাপক আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে জুমার নামাজ আদায়
(last modified Fri, 19 Aug 2022 14:14:53 GMT )
আগস্ট ১৯, ২০২২ ২০:১৪ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদ
    আল-আকসা মসজিদ

৫৫ হাজারের বেশি মুসল্লি আজ মাসজিদুল আকসায় নামাজ আদায় করেছে। ইহুদিবাদী ইসরাইলের কঠোর বাধা উপেক্ষা করে মুসল্লিরা আনন্দ-উদ্দীপনার সঙ্গে নামাজে অংশ নেয়।

আজকের জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে বায়তুল মোকাদ্দাসে ফিলিস্তিনিদের প্রকৃত ইসলামি পরিচয় ফুটে উঠেছে। মাসজিদুল আকসার এই স্বরূপ ইহুদিবাদীরা মুছে দিতে চায়। কিন্তু ফিলিস্তিনীদের সচেতনতা ও দৃঢ় প্রতিরোধের মধ্য দিয়ে ইহুদিবাদীদের সকল অপচেষ্টা নস্যাত হয়ে গেছে।

কুদস আল-আখবারিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে জর্দান নদীর পশ্চিম তীরসহ অধিকৃত ফিলিস্তিন এবং কুদসের অধিবাসী ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনী ইহুদিবাদীদের কঠোর নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে পবিত্র আকসা মসজিদে নামাজ আদায় করেছে। অনেক তরুণ মুসল্লি শহীদ ইব্রাহিম আন-নাবলুসিসহ ফিলিস্তিনী শহীদদের ছবি আঁকা জামা পরে নামাজে গেছে। গত মঙ্গলবার সকালে ইসরাইলি সেনারা নাবলুস শহরে ইব্রাহিমের বাসায় হামলা চালিয়ে তাঁকে শহীদ করেছিল।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ