২০০০ সালের যুদ্ধে ‘বৃহৎ ইসরাইল’ প্রকল্প মাঠে মারা যায়: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i112270-২০০০_সালের_যুদ্ধে_বৃহৎ_ইসরাইল’_প্রকল্প_মাঠে_মারা_যায়_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ২০০০ সালে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তার সংগঠনের বিজয়ে ‘বৃহৎ ইসরাইল প্রকল্প’ মাঠে মারা গিয়েছিল। হিজবুল্লাহ প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষে সোমবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৩, ২০২২ ০৮:৪১ Asia/Dhaka
  • বৈরুতের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সাইয়্যেদ নাসরুল্লাহ।
    বৈরুতের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সাইয়্যেদ নাসরুল্লাহ।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ২০০০ সালে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তার সংগঠনের বিজয়ে ‘বৃহৎ ইসরাইল প্রকল্প’ মাঠে মারা গিয়েছিল। হিজবুল্লাহ প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষে সোমবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ২০০০ সালের বিজয়ে কথিত বৃহৎ ইসরাইল প্রকল্প শেষ হয়ে যায় এবং সেইসঙ্গে ইসরাইলি সেনাবাহিনীর কথিত ‘অপরাজেয়’ খ্যাতিরও অবসান ঘটে।

তিনি বলেন, ইসরাইল যে এখন তার জবরদখলীকৃত ২২ হাজার বর্গকিলোমটার ভূমি নিয়ে সন্তুষ্ট রয়েছে তা সম্ভব হয়েছে প্রতিরোধ অক্ষের কারণে; তা না হলে গোটা মধ্যপ্রাচ্য গিলে খাওয়ার পরিকল্পনা ইহুদিবাদীরা সব সময় লালন করে এসেছে।

তিনি ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর বিজয়ের কথাও গর্বভরে স্মরণ করেন। হিজবুল্লাহ নেতা বলেন, আজ লেবাননের সমুদ্রসীমায় গ্যাসকূপ খনন করতে ইসরাইলকে বাধা দেয়ার যে সক্ষমতা হিজবুল্লাহ দেখিয়েছে তা অর্জিত হয়েছিল ৩৩ দিনের সেই যুদ্ধে। তিনি বলেন, লেবাননের সমুদ্রসীমায় কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না কিংবা লেবাননের সমুদ্রসীমা পুনঃনির্ধারণের অপচেষ্টাও ব্যর্থ করে দেয়া হবে।

হিজবুল্লাহ নেতা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামের প্রতি তার সংগঠনের পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেন। তিনি বলেন, ফিলিস্তিনের সবগুলো প্রতিরোধ সংগঠনের সঙ্গে হিজবুল্লাহর সম্পর্ক অটুট থাকবে। তিনি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কিছু আরব দেশের তীব্র সমালোচনা করেন। দখলদার ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে বলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে তিনি এসব দেশের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।