প্রতিরোধ আন্দোলনগুলো ফিলিস্তিন মুক্ত করার প্রত্যয়ে অটল
(last modified Fri, 26 Aug 2022 00:56:34 GMT )
আগস্ট ২৬, ২০২২ ০৬:৫৬ Asia/Dhaka
  • নাখালা বৃহস্পতিবার গাজা উপত্যকায় ফিলিস্তিন জাতীয় ঐক্য সম্মেলনে ভাষণ দেন
    নাখালা বৃহস্পতিবার গাজা উপত্যকায় ফিলিস্তিন জাতীয় ঐক্য সম্মেলনে ভাষণ দেন

ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন প্রতিহত করা ও ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সবগুলো প্রতিরোধ সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন ইসলামি জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালা। তিনি বৃহস্পতিবার গাজা উপত্যকায় ফিলিস্তিন জাতীয় ঐক্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে একথা বলেন।

নাখালা বলেন, সম্প্রতি গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের সময় সবগুলো প্রতিরোধ আন্দোলন ঐক্যবদ্ধভাবে যে জবাব দিয়েছে তাতে প্রমাণিত হয়েছে, অভিন্ন শত্রুকে প্রতিহত করতে এবং লক্ষ্যপানে এগিয়ে যেতে ফিলিস্তিনি জাতি ঐক্যবদ্ধ রয়েছে।  

ইসলামি জিহাদ নেতা বলেন, ইহুদিবাদী শত্রুরা যেন আমাদের মধ্যে বিভেদের বীজ বপণ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে, ইসলামি জিহাদ ও হামাসসহ সবগুলো প্রতিরোধ আন্দোলন ফিলিস্তিনি মাতৃভূমিকে ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে।

গাজা উপত্যকার পাশাপাশি জর্দান নদীর পশ্চিম তীরেও পূর্ণ উদ্যোমে প্রতিরোধ আন্দোলন সক্রিয় করার আহ্বান জানান জিয়াদ আন-নাখালা। তিনি বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের নিষ্ক্রিয় ভূমিকার কারণে গোটা পশ্চিম তীর অবৈধ ইহুদি বসতিতে ভরে ফেলা হয়েছে। তিনি যেকোনো মূল্যে দখলদার ইসরাইলের কাছ থেকে ফিলিস্তিন মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।