সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i112692-সিরিয়ার_আলেপ্পো_বিমানবন্দরে_ক্ষেপণাস্ত্র_হামলা_চালাল_ইসরাইল
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গতকাল (বুধবার) রাতে বিমানবন্দরটির বিভিন্ন অংশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইহুদিবাদী সেনারা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২২ ১১:৪৬ Asia/Dhaka
  • সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরাইল

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গতকাল (বুধবার) রাতে বিমানবন্দরটির বিভিন্ন অংশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইহুদিবাদী সেনারা।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলেছে, বুধবার রাত ৮টায় ইসরাইলি শত্রুরা আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে স্থাপনাটির মূল অংশের বস্তুগত ক্ষতি হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা সানা জানায়নি।

লন্ডন-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিমানবন্দরটির রানওয়ে এবং গোডাউন অংশে চারটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বুধবারই রাজধানী দামেস্ক ও এর আশপাশের অঞ্চলকে লক্ষ্য করে নিক্ষিপ্ত একাধিক ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়ার পর থেকে এখন পর্যন্ত তেল আবিব ও দামেস্ক কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। ইসরাইল দখলীকৃত গোলান মালভূমিতে উল্লেখযোগ্য পরিমাণ সেনা মোতায়েন করে রেখেছে এবং সিরিয়ায় আগ্রাসী হামলার কাছে গোলান মালভূমিকে ব্যবহার করে দখলদার ইসরাইল।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।