উচ্চপর্যায়ের বৈঠকের জন্য হামাস প্রধান ইসমাইল হানিয়া মস্কো সফরের
-
মস্কো সফরে গেছেন হামাস প্রধান ইসমাইল হনিয়া (ডানে)
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া মস্কো সফরে গেছেন। এ সফরে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
গতকাল (শনিবার) হামাসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কো সফরের হানিয়ার সঙ্গে থাকবেন ফিলিস্তিনের একটি উচ্চপর্যায়ে প্রতিনিধি দল যাতে যুক্ত হবেন হামাসের উপ উপপ্রধান সালেহ আরুরি এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক ও মাহের সালা।
হামাসের গণমাধ্যম বিষয়ক প্রধান উপদেষ্টা তাহের আল নুনো স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনের চলমান পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার জন্য মস্কোর পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর পর এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২০২০ সালের মার্চ মাসে ইসমাইল হানিয়া সর্বশেষ মস্কো সফর করেছেন। সে সময় তিনি ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং মধ্যপ্রাচ্যের চলমান দ্বন্দ্ব নিরসনের নামে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষাকারী কথিত “ডিল অব দ্যা সেঞ্চুরি” নামের একটি প্রস্তাব রাশিয়া প্রত্যাখ্যান করেছিল। ইসমাইল হানিয়া সে সময় মস্কোর এই অবস্থানের ব্যাপক প্রশংসা করেছিলেন।
তার আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথিত ডিল অফ দ্যা সেঞ্চুরি প্রকাশ করেন। রাশিয়া সরাসরি ওই প্রস্তাবের বিরোধিতা করেছিল। ট্রাম্পেরওই প্রস্তাব অনুসারে ফিলিস্তিনের লাখ লাখ শরণার্থী মাতৃভূমিতে ফিরতে পারবে না। এছাড়া, পবিত্র আল-কুদস শহরকে ইসরাইলের অবিভক্ত রাজধানী এবং পশ্চিম তীরে গড়ে তোলা অবৈধ ইহুদি বসতি এবং জর্দান উপত্যকাকে ইসরাইলের অংশ হিসেবে যুক্ত করার কথা বলা হয়।#
পার্সটুডে/এসআইবি/১১