ইসরাইলের বিরুদ্ধে আইসিসিতে মামলা করল সাংবাদিক আবু আকলের পরিবার 
https://parstoday.ir/bn/news/west_asia-i113528-ইসরাইলের_বিরুদ্ধে_আইসিসিতে_মামলা_করল_সাংবাদিক_আবু_আকলের_পরিবার
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে মামলা করেছে ফিলিস্তিনের নিহত সাংবাদিক শিরিন আবু আকলের পরিবার। গত মে মাসে পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী সেনারা সাংবাদিক আবু আকলেকে ইচ্ছাপূর্বক হত্যা করেছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২২ ১৩:০০ Asia/Dhaka
  • নিহত শিরিন আবু আকলের ছবি সম্বলিত পোস্টার নিয়ে প্রতিবাদ
    নিহত শিরিন আবু আকলের ছবি সম্বলিত পোস্টার নিয়ে প্রতিবাদ

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে মামলা করেছে ফিলিস্তিনের নিহত সাংবাদিক শিরিন আবু আকলের পরিবার। গত মে মাসে পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী সেনারা সাংবাদিক আবু আকলেকে ইচ্ছাপূর্বক হত্যা করেছিল।

আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা মামলার আর্জিতে আবু আকলের পরিবার ঠাণ্ডা মাথায় এই সাংবাদিককে হত্যা করার জন্য ইসরাইলি সেনাদের বিচার দাবি করেছে। তার ভাই গতকাল (মঙ্গলবার) হেগের আন্তর্জাতিক আদালতের সামনে সাংবাদিকদের বলেন, “আবু আকলেকে হত্যার জন্য দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে তারা প্রয়োজনীয় সবকিছু করবেন।”

তিনি বলেন, শিরিন আবু আকলেকে হত্যার জন্য ষোলটি গুলি ব্যবহার করা হয়েছে। এসব গুলি তাকে এবং তার আশপাশে দাঁড়ানো লোকজনকে লক্ষ্য করে ছোঁড়া হয়। আবু আকলেকে গুলি করার পর তাকে নিরাপদ স্থানের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ব্যক্তি চেষ্টা করছিলেন তাকে লক্ষ্য করেও গুলি ছোঁড়া হয় বলে তার ভাই উল্লেখ করেন।

তিনি বলেন শিরিন আবু আকলে যেহেতু সাংবাদিকের ড্রেস পরা ছিল সে কারণে ইসরাইলি সেনারা তাকে স্পষ্টভাবেই চিহ্নিত করতে পেরেছে। তারপরও তাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ড ছিল ইচ্ছাপূর্বক।

গত ১১ ই মে জেনিন শহরে ৫১ বছর বয়সী সাংবাদিক শিরিন আবু আকলেকে ইসরাইল সেনারা গুলি করে হত্যা করে, এমনকি পরে তার দাফন অনুষ্ঠানেও হামলা চালায়।#

পার্সটুডে/এসআইবি/২১