ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসীদের ঘাঁটিতে ইরানের আইআরজিসি'র হামলা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আজ ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে।
আইআরজিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিপ্লববিরোধী সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে আঘাত হানা হয়েছে। এর ফলে সন্ত্রাসীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। ইরানের ভূখণ্ড থেকেই এই হামলা চালানো হয়।
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানবিরোধী সন্ত্রাসীরা অবস্থান করছে বলে এর আগেও খবর এসেছে। সেখানে ইসরাইলের গুপ্তচর সংস্থার এজেন্টরাও তৎপরতা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর আগে ইসরাইলি গুপ্তচরদের এমন একটি আস্তানায় হামলা চালিয়ে তা তছনছ করে দিয়েছিল আইআরজিসি।
ইরান সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় গোটা বিশ্বের সব ইসলামবিরোধী শক্তি একসঙ্গে হয়ে নানা ধরণের ষড়যন্ত্র চালাচ্ছে।#
পার্সটুডে/এসএ/এআর/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।