ইসরাইলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে রক্ষার একমাত্র উপায় প্রতিরোধ
https://parstoday.ir/bn/news/west_asia-i114416
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইসরাইলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে রক্ষার একমাত্র সঠিক পথ হচ্ছে প্রতিরোধ সংগ্রাম। যারা মনে করেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে তাদের অবস্থান ভুল- তা প্রমাণিত হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ১২, ২০২২ ১৮:০৮ Asia/Dhaka
  • ঐক্য সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি
    ঐক্য সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইসরাইলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে রক্ষার একমাত্র সঠিক পথ হচ্ছে প্রতিরোধ সংগ্রাম। যারা মনে করেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে তাদের অবস্থান ভুল- তা প্রমাণিত হয়েছে।

৩৬তম ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রায়িসি একথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলি শত্রুদের মোকাবেলার পথ হচ্ছে সেটি, যেটি ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অনুসরণ করছেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, “যারা কোনো যুক্তি বোঝে না তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে যেসব দেশ চিন্তা করেছিল তা যে ভুল ছিল সেটি প্রমাণ হয়েছে। সমস্ত আপস আলোচনা ব্যর্থ হয়েছে বরং এর পরিবর্তে প্রতিরোধকামীরা বিজয়ী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

আরব দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তার কঠোর সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশের পক্ষে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি মেনে নেয়ার সুযোগ নেই। মার্কিন ও ইহুদিবাদীরা মনে করেছিল যে, এই চুক্তি হয়ত তাদের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু তা কখনো নিরাপত্তা দেবে না।

২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়।#   

পার্সটুডে/এসআইবি/১২