৩ ফিলিস্তিনি শহীদ: সর্বাত্মক যুদ্ধের আহ্বান হামাসের
(last modified Sat, 15 Oct 2022 13:41:29 GMT )
অক্টোবর ১৫, ২০২২ ১৯:৪১ Asia/Dhaka
  • কাসসাম ব্রিগেডের যোদ্ধারা
    কাসসাম ব্রিগেডের যোদ্ধারা

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন এবং আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের আহ্বান জানিয়েছে। অধিৃকত পশ্চিম তীরে দুটি আলাদা ঘটনায় ইসরাইলি সেনারা তিন ফিলিস্তিনিকে শহীদ করার পর হামাস এই যুদ্ধের আহ্বান জানালো।

আজ (শনিবার) এক বিবৃতিতে হামাস বলেছে, গতরাতে রামাল্লাহ শহরের কাছে বেইত আল বসতিতে প্রতিশোধমূলক বন্দুক হামলা চালানোর পর ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হওয়ার ঘটনায় হামাস শোকাহত।  

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা নিশ্চয়তা দিচ্ছি যে, হামাসের আল-কাসসাম ব্রিগেডের সদস্যরা এবং অন্য যোদ্ধারা ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনাকারীদেরকে পাহাড়, উপত্যকা থেকে শুরু করে সমস্ত অধিকৃত ভূখণ্ডে খুঁজে ফিরবে।” বিবৃতিতে আরো বলা হয়েছে, পবিত্র আল-আকসা মসজিদের অপবিত্রতা বিনা জবাবে পার পাব না।

একইসাথে হামাস আহ্বান জানিয়েছে, যেসব ফিলিস্তিনির কাছে রাইফেল রয়েছে তা নিয়ে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১৫

ট্যাগ