ইসরাইলকে এই অঞ্চলে ঘাঁটি নির্মাণের কোনো সুযোগ দেওয়া হবে না: ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র স্থল ইউনিটের কমান্ডার মোহাম্মাদ পাকপুর বলেছেন, এই অঞ্চলের কোনো দেশে অবৈধ রাষ্ট্র ইসরাইলকে সামরিক বা গোয়েন্দা ঘাঁটি প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।
তিনি আজ (বৃহস্পতিবার) ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের আরাস এলাকায় চলমান বিশাল সামরিক মহড়ার অবকাশে এ কথা বলেন।
পাকপুর আরও বলেছেন, চলমান মহড়াটি বিশ্বের সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তির পরিচায়ক। জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষাকে ইরানের সশস্ত্র বাহিনীর রেড লাইন হিসেবে উল্লেখ করে তিনি বলেন- বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি ও সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই অঞ্চলে ইরান সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিশাল এক দুর্গে পরিণত হয়েছে।
চলমান মহড়ায় বিপুল সংখ্যক ভারী সামরিক সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে জানিয়ে এই কমান্ডার বলেন, এসব সরঞ্জামের উপস্থিতি থেকে যেকোনো আগ্রাসী দেশের মোকাবেলায় ইরানের প্রস্তুতির বিষয়টি ফুটে উঠেছে।#
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।