সিরিয়ার মানবিজ শহরের তিন দিক থেকে ঘিরে ফেলেছে কুর্দি বাহিনী
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরটি সেনাবাহিনী ঘিরে ফেলায় হাজার হাজার বেসামরিক ব্যক্তি সেখান থেকে পালিয়ে যাচ্ছে বলে যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কুর্দি এবং আরব বাহিনীর সহযোগিতায় গঠিত একটি জোট বাহিনী তাকফিরি দায়েশের বিরুদ্ধে লড়াই জোরদার করতে মানবিজ শহরের তিন দিক ঘিরে ফেলেছে।
অভিযানের নেতৃত্বে থাকা শেরফান দারবিশ জানিয়েছেন, 'আমরা মানবিজ শহরটি তিন থেকে ঘিরে ফেলেছি এবং অভিযান ক্রমশ জোরদার হচ্ছে।' তিনি আরো বলেন, প্রতিদিন আমরা নতুন নতুন গ্রাম দায়েশের কাছ থেকে মুক্ত করছি। কেবল মাত্র আলেপ্পো শহরের পশ্চিম দিক থেকেই দায়েশের জন্য পথ খোলা রয়েছে।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, সিরিয়ার ডেমোক্রেটিক বাহিনী মানবিজ শহরের পাঁচ কিলোমিটার উত্তর, দুই কিলোমিটার দক্ষিণ এবং সাত কিলোমিটার পূর্ব দিক থেকে ঘিরে ফেলেছে।
অবজারভেটরি প্রধান রামি আব্দেল রহমান জানিয়েছেন, দায়েশ বানবিজ শহরের পশ্চিম দিক দিয়ে বেসামরিক ব্যক্তিদেরকে পালানোর অনুমতি দিচ্ছে। এদের মধ্যে কিছু সংখ্যক গাড়িতে করে এবং বেশিরভাগই পায়ে হেটে সহায় সম্বল নিয়ে পালাচ্ছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/৮