আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘনের দাবির প্রতিক্রিয়া:
সবচেয়ে বেশি মাত্রায় নারী নির্যাতনের ঘটনা ঘটে পাশ্চাত্যে: তালেবান
তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: নারীদের প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা গণতন্ত্রের দাবিদার পশ্চিমা দেশগুলোতেই বেশি রেকর্ড করা হয়েছে।
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘিত হচ্ছে। নারী ও মেয়েদের উপর তালেবান সরকার কঠোরতা আরোপ করেছে বলেও পশ্চিমারা সমালোচনা করেছে। তারই প্রতিক্রিয়ায় তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহহার বালখি এ মন্তব্য করেন। কাবুল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আব্দুল কাহহার বালখি আজ এক বার্তায় বলেছেন, আমেরিকায় প্রতি ৩ জন নারীর মধ্যে ১জন সহিংসতা ও ধর্ষণের শিকার হয়েছেন। এই সমস্যাটি পশ্চিমা গণতন্ত্রের দাবিদার অন্যান্য সরকারের ক্ষেত্রেও সমানভাবে সত্য বলে তিনি মন্তব্য করেন। বালখি বলেন, ইসলামী সরকার নারীদের সুরক্ষার ব্যবস্থা করতে বাধ্য।
আফগানিস্তানে জাতিসংঘের উপ-মহাসচিবের দফতর 'ইউনামা'র দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছেন জনাব বালখি। ওই দফতরের বিবৃতিতে বলা হয়েছে: বিশ্বে নারীদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা আফগানিস্তানে সবচেয়ে বেশি। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহহার বালখি ইউনামা'র বিবৃতিকে অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন।#
পার্সটুডে/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।