বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই চীন ফিলিস্তিনিদেরকে সমর্থন করে: শি জিনপিং
https://parstoday.ir/bn/news/west_asia-i116992-বৈধ_অধিকার_প্রতিষ্ঠার_লক্ষ্য_নিয়েই_চীন_ফিলিস্তিনিদেরকে_সমর্থন_করে_শি_জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ফিলিস্তিনিদের বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নিপীড়িত এ জাতির প্রতি সমর্থন দেয় বেইজিং। সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। এ সময় প্রেসিডেন্টশি জিনপিং চীন এবং ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২২ ১৮:১৪ Asia/Dhaka
  • (বামে) মাহমুদ আব্বাস (ডানে) শি জিনপিং
    (বামে) মাহমুদ আব্বাস (ডানে) শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ফিলিস্তিনিদের বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নিপীড়িত এ জাতির প্রতি সমর্থন দেয় বেইজিং। সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। এ সময় প্রেসিডেন্টশি জিনপিং চীন এবং ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করেন।

শি জিনপিং বলেন, ফিলিস্তিন এবং চীন গত আধা শতাব্দীর বেশি সময় ধরে পরস্পরকে সমর্থন করে এবং তারা একে অপরের পরীক্ষিত বন্ধু। চীন এবং ফিলিস্তিনের মধ্যে রয়েছে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং এই সম্পর্ক দুই দেশের জনগণের হৃদয়ের গভীরে প্রোথিত। আধা শতাব্দীর বেশি সময় ধরে আমরা পরস্পরকে সমর্থন ও বিশ্বাস করে আসছি।

বৈঠকে তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টি এবং সরকার বিশ্বের শান্তি, অভিন্ন উন্নয়ন, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায় বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অংশীদারিত্বমূলক সম্প্রদায় গড়ার কাজ চালিয়ে যাবে।

শি জিনপিং বলেন, আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতিতে যে পরিবর্তনই আসুক না কেন, চীন অবশ্যই ফিলিস্তিনি জনগণকে সমর্থন করবে এবং তাদের পাশে থাকবে।

বৈঠকে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা হওয়ার জন্য আমাদের জনগণ গর্বিত। বিশ্বের গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশ হিসেবে চীন সবসময় ফিলিস্তিনিদেরকে সমর্থন করেছে। আমি ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে আপনাকে এবং চীনের জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। অবশ্যই এক চীন নীতিকে আমরা সমর্থন করি এবং সবসময় বিশ্বাস করি যে, আন্তর্জাতিক প্রতিটি ঘটনায় চীনের অবস্থান ন্যায্য।”#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৯