আবারো হযরত জয়নাবের মাজারের কাছে বোমা হামলা; নিহত ২০
https://parstoday.ir/bn/news/west_asia-i11719-আবারো_হযরত_জয়নাবের_মাজারের_কাছে_বোমা_হামলা_নিহত_২০
সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি মাজারের কাছে গাড়ি বোমা এবং আত্মঘাতী হামলায় অন্তত ২০ ব্যক্তি নিহত এবং আরো কয়েক ডজন আহত হয়েছে।দক্ষিণ দামেস্কের সাইয়্যেদা জয়নাব (সা) মাজারের কাছে এসব বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে সিরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ১১, ২০১৬ ১৬:০৩ Asia/Dhaka
  • আবারো হযরত জয়নাবের মাজারের কাছে বোমা হামলা; নিহত ২০

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি মাজারের কাছে গাড়ি বোমা এবং আত্মঘাতী হামলায় অন্তত ২০ ব্যক্তি নিহত এবং আরো কয়েক ডজন আহত হয়েছে।দক্ষিণ দামেস্কের সাইয়্যেদা জয়নাব (সা) মাজারের কাছে এসব বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে সিরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে।

এক ব্যক্তি নিজের সঙ্গে বহন করা বিস্ফোরক বেল্টটি মাজারের প্রবেশ পথে আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে জিয়ারতকারীসহ বহু ব্যক্তি হতাহত হয়েছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম 'সানা' এ খবর দিয়েছে। এর কিছুক্ষণ পরই মাজারের নিকটবর্তী আত-তিন সড়কে বোমা বোঝাই একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়।

 

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করে নি। তবে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এর আগে এ ধরনের হামলা চালিয়েছে। মাজার এলাকায় সন্ত্রাসীরা এ পর্যন্ত তিন বার ভয়াবহ হামলা চালিয়েছে এবং এতে বহু ব্যক্তি নিহত বা আহত হয়েছে।#

 

পার্সটুডে/বাবুল আখতার/১১