ইসরাইল নামক ক্যান্সার টিউমারে অস্ত্রোপচার করব: ইরানি রাষ্ট্রদূত
(last modified Thu, 15 Dec 2022 15:13:16 GMT )
ডিসেম্বর ১৫, ২০২২ ২১:১৩ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস মুসাভি
    সাইয়্যেদ আব্বাস মুসাভি

আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল নামক ক্যান্সার টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে ফেলা হবে। তিনি এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।

ইরানে বসবাসরত ইহুদিদের অবস্থা সম্পর্কে আজারবাইজানে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত যে মিথ্যাচার করেছেন তার জবাবে তিনি এসব কথা বলেন।

ইসরাইলি রাষ্ট্রদূত দাবি করেছেন, ইরানে ইসলামি বিপ্লবের পর ইহুদিরা করুণ অবস্থায় রয়েছে।

এর জবাবে ইরানি রাষ্ট্রদূত বলেন, ইরান সাত হাজার বছরের ইতিহাসের অধিকারী একটি রাষ্ট্র। এটি সব সময় বিশ্বের স্থিতিশীলতার কেন্দ্র হিসেবে ভূমিকা রেখেছে। কিন্তু ইসরাইল ৭০ বছর আগে অবৈধভাবে প্রতিষ্ঠা লাভের পর থেকেই ক্যান্সার টিউমারের মতো কাজ করছে। বিশ্বের নানা জাতির কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এই ক্যান্সার টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে ফেলা হবে।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।