ইউক্রেনকে কেন আয়রন ডোম দিতে চায় না ইসরাইল?
(last modified Sun, 25 Dec 2022 10:00:27 GMT )
ডিসেম্বর ২৫, ২০২২ ১৬:০০ Asia/Dhaka
  • ইউক্রেনকে কেন আয়রন ডোম দিতে চায় না ইসরাইল?

ইহুদিবাদী ইসরাইলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল জ্যাকব নেজেল বলেছেন, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সরবরাহ করা হলে রাশিয়ার পক্ষ থেকে জবাব হবে অনেক বেশি শক্ত। তাতে ইসরাইলের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে তেল আবিব কিয়েভকে আয়রন ডোম দেয়া থেকে বিরত রয়েছে।

সম্প্রতি মার্কিন সরকার ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা ইসরাইলের উপর কিছুটা চাপ সৃষ্টি করেছে বলেও তিনি উল্লেখ করেন।

ইসরাইলের এ জেনারেল বলেন, ইসরাইলের কোনো অস্ত্র যদি ইউক্রেনে মোতায়েন করা হয় এবং তা যদি রাশিয়ার সেনাদের হাতে পড়ে তাহলে তা ইরানে পাঠানো হবে। এতে ইরান ইসরাইলের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা ব্যবস্থা তৈরি করার পথ খুঁজে পাবে। জেনারেল জ্যাকব আরো বলেন, লেবাননের ইসলামী প্রতিরোধে আন্দোলন হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাসের হামলা ঠেকাতে ইসরাইলের হাতে বর্তমানে যে আয়রন ডোম রয়েছে তার চেয়ে আরও বেশি দরকার। সেক্ষেত্রে ইসরাইলের পক্ষে এ মুহূর্তে দেশের বাইরে কোনো আয়রন ডোম পাঠানো সম্ভব নয়।

এছাড়া ইউক্রেনের কাছে আয়রন ডোম পাঠানো হলে তা পরিচালনার জন্য লোকজনকে প্রশিক্ষিত করে তুলতে বহু সময় লাগবে, স্বল্প মেয়াদে এই ব্যবস্থা পরিচালনা করতে সেনারা উপযুক্ত হয়ে উঠবে না। ফলে এটি খুব বেশি একটা কার্যকরীও হবে না। সর্বোপরি রাশিয়ার সম্ভাব্য ক্ষোভের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে ইসরাইল।

এর আগে, গত মাসে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনিগান্তজ বলেছিলেন, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার মতো উৎপাদন সক্ষমতা ইসরাইলের নেই।#

পার্সটুডে/এসআইবি/২৫