আঞ্চলিক ইস্যুতে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i118454-আঞ্চলিক_ইস্যুতে_সিরিয়ার_প্রেসিডেন্টের_সঙ্গে_বৈঠক_করলেন_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল্লাহিয়ান আজ (শনিবার) দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কসহ সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৪, ২০২৩ ২০:১১ Asia/Dhaka
  • আঞ্চলিক ইস্যুতে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল্লাহিয়ান আজ (শনিবার) দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কসহ সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ (শনিবার) সকালে লেবানন থেকে সিরিয়ায় পৌঁছান। দামেস্ক বিমান বন্দরে তাকে স্বাগত জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে পাঁচ বার সিরিয়া সফর করলেন আমির আব্দুল্লাহিয়ান।

ইরান ও সিরিয়ার মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের জন্য সামরিক উপদেষ্টা পাঠিয়ে সিরিয়াকে সহযোগিতা করছে ইরান।

সিরিয়া সফরের আগে লেবাননে সেদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ'র সঙ্গে বৈঠক করেন আমির আব্দুল্লাহিয়ান।#  

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।