ইসরাইলি বন্দীর ভিডিও প্রকাশ করে হামাস বলল তারা কৌশল জানে
(last modified Tue, 17 Jan 2023 14:02:52 GMT )
জানুয়ারি ১৭, ২০২৩ ২০:০২ Asia/Dhaka
  • হাজেম কাসেম
    হাজেম কাসেম

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, নিজেদের বন্দীদের মুক্ত করার শক্তি প্রতিরোধ সংগ্রামীদের রয়েছে এবং এর আগেও তারা এ ধরণের সক্ষমতার প্রমাণ দিয়েছে।

হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড এভেরা মেনগিসতু নামের এক ইসরাইলি বন্দীর একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে ইসরাইলি ঐ বন্দী ইহুদিবাদী কর্মকর্তাদের সমালোচনা বলে বলছেন ইসরাইলি বন্দীদের মুক্তির বিষয়কে গুরুত্ব দিচ্ছে না তেল আবিব। তিনি প্রশ্ন করে বলেন, আর কত দিন তাদেরকে এমন দুঃখ-কষ্ট সইতে হবে।

তিনি আরও বলেন, কেবল সম্মানজনক উপায়ে বন্দী বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমেই ইসরাইল তাদের বন্দীদের মুক্ত হিসেবে দেখতে সক্ষম হবে।

হামাসের মুখপাত্র আরও বলেন, শহীদ ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড ইসরাইলি বন্দীর ভিডিও প্রকাশ করে আবারও প্রমাণ করেছে তারা বন্দী বিনিময়ের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়। এ ক্ষেত্রে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না। 

২০১৪ সালে হামাসের সামরিক শাখা এভেরা মেনগিসতু নামের ঐ ইসরাইলিকে আটক করতে সক্ষম হয় বলে জানা গেছে।

দখলদার ইসরাইলের কারাগারে বহু ফিলিস্তিনি বন্দী মানবেতর জীবনযাপন করছে। এর আগে কয়েক দফায় হামাসের সঙ্গে বন্দী বিনিময়ে বাধ্য হয়েছে বর্ণবিদ্বেষী ইসরাইল।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।