গাজায় বিমান হামলা চালালো ইহুদিবাদী ইসরাইল, জবাবে রকেট হামলা হামাসের
https://parstoday.ir/bn/news/west_asia-i118970-গাজায়_বিমান_হামলা_চালালো_ইহুদিবাদী_ইসরাইল_জবাবে_রকেট_হামলা_হামাসের
ইহুদিবাদী ইসরাইলের সেনারা এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গতকাল (বৃহস্পতিবার) দিনের প্রথম ভাগে গণহত্যা চালানোর পর গাজা উপত্যকায় এই বিমান হামলা চালায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৭, ২০২৩ ১৮:১৯ Asia/Dhaka
  • গাজায় বিমান হামলা চালালো ইহুদিবাদী ইসরাইল, জবাবে রকেট হামলা হামাসের

ইহুদিবাদী ইসরাইলের সেনারা এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গতকাল (বৃহস্পতিবার) দিনের প্রথম ভাগে গণহত্যা চালানোর পর গাজা উপত্যকায় এই বিমান হামলা চালায়।

ইহুদিবাদী সেনাদের বিমান হামলার জবাবে ইসলামী প্রতিরোধে আন্দোলন হামাস গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালায়।
ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবিমান গাজা উপত্যকার দক্ষিণ ও পশ্চিমে হামলা চালায়। ইসরাইলি সেনারা দাবী করেছে, তারা হামাসের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে বিমান হামলা চালায়।

কুদস নিউজ নেটওয়ার্ক খবর দিয়েছে যে, ফিলিস্তিনি নাগরিকদের বেশ কয়েকটি ঘরবাড়ি ইহুদিবাদীদের বিমান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার জবাবে ফিলিস্তিনের হামাস আন্দোলন গাজা উপত্যকা থেকে ইসরাইলের ওপর অন্তত আটটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাসের ছোঁড়া ক্ষেপণাস্ত্র আয়রন ডোম প্রতিরক্ষা রক্ষা ব্যবস্থার সাহায্যে হামাসের রকেট ভূপাতিত করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।