খুনিদের মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি: লেবাননের হিজবুল্লাহ
(last modified Tue, 31 Jan 2023 14:16:02 GMT )
জানুয়ারি ৩১, ২০২৩ ২০:১৬ Asia/Dhaka
  • খুনিদের মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি: লেবাননের হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

আজ (মঙ্গলবার) হিজবুল্লাহ এক বিবৃতিতে পাকিস্তানের সরকার, জনগণ ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো ভয়াবহ অপরাধ চালিয়ে যাচ্ছে। তারা মুসলিম দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতাকে টার্গেট করেছে। এ অবস্থায় ধর্মের নাম ব্যবহারকারী এসব ঘাতকের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ঐ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

গতকাল পাকিস্তানের পেশোয়ার শহরের পুলিশ লাইনস এলাকার ভেতর একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৯৬ জন নিহত হয়েছেন। ওই হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন, এদের বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে মঙ্গলবার জানিয়েছেন পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের (এলআরসি) মুখপাত্র মোহাম্মদ আসিম। মসজিদটিতে জোহরের নামাজের সময় এ হামলা হয়, তখন প্রায় তিন থেকে চারশো লোক ছিল বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। হতাহতদের অনেকেই পুলিশ সদস্য বা কর্মকর্তা।

পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি'র সঙ্গে ইসলামাবাদ সরকারের যুদ্ধবিরতি নভেম্বরে শেষ হওয়ার পর থেকে দেশটিতে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে। কোনো গোষ্ঠী পেশোয়ারের হামলার দায় স্বীকার না করলেও এর জন্য টিটিপিকেই সন্দেহ করা হচ্ছে।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ