ইসরাইলি নিপীড়নের প্রতিবাদ
অন্তত ১২০ ফিলিস্তিনি কারাবন্দির অনশন ধর্মঘট শুরু
ইহুদিবাদী ইসরাইলের কারাগারে অন্তত ১২০ জন ফিলিস্তিনি বন্দি লাগাতার ধর্মঘট শুরু করেছেন। এরইমধ্যে তারা ধর্মঘটের দ্বিতীয় দিন পার করেছেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল সরকারের নিপীড়নমূলক পদক্ষেপের প্রতিবাদে তারা এই অনশন ধর্মঘটে নেমেছেন।
সোমবার ফিলিস্তিনের প্রিজনার্স সোসাইটি এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের কুখ্যাত নেজেভ কারাগারে অমানবিক পরিস্থিতির প্রতিবাদে ফিলিস্তিনের রাজবন্দিরা গণ অনশন শুরু করেছেন। কমিশন বলেছে, নেজেভ কারাগারের ২৬, ২৭ এবং ৮ নম্বর সেকশনে ফিলিস্তিনি বন্দিদের ওপর যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে তার প্রতিবাদে এই লাগাতার অনশন শুরু হয়। এসব সেকশনের বন্দিদেরকে আলাদা করা হয়েছে এবং তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণ থেকে বঞ্চিত করা হচ্ছে।
গত শনিবার এই কারাগারের তিনটি সেকশনে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনি বন্দিদের ওপর হামলা চালায় এবং এসব সেকশনের বন্দিদেরকে নির্জন কারা কক্ষে রাখা হয়েছে।
এদিকে, ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের একজন নারী সদস্যকে নির্জন কক্ষে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল তারও প্রতিবাদ করছেন ফিলিস্তিনের রাজনৈতিক বন্দিরা।ইসরাইলের কারাগারে শতশত ফিলিস্তিনি বন্দি বিনা বিচারে আটক রয়েছেন। প্রশাসনিক ক্ষমতাবলে তাদেরকে আটক রাখা হয়েছে এবং ছয় মাস পর পর এসব বন্দির আটকাদেশ বাড়ানো হয়।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।