‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকায় ত্রাণ পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ সিরিয়া’
(last modified Wed, 15 Feb 2023 12:01:20 GMT )
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১৮:০১ Asia/Dhaka
  •  ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকায় ত্রাণ পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ সিরিয়া’

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত দেশের প্রতিটি এলাকায় ত্রাণ ও মানবিক সহায়তা পাঠাতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক ইগারের সঙ্গে রাজধানী দামেশকে বৈঠকের সময় একথা বলেছেন প্রেসিডেন্ট বাসার আসাদ। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

যোগাযোগ এবং স্বাস্থ্যখাতের মতো জায়গাগুলোর মৌলিক অবকাঠামো পুনর্নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, গত সপ্তাহের ভূমিকম্প সিরিয়ার সাধারণ জনগণের জীবনধারণ ব্যবস্থাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে।বৈঠকে ইগার বলেন, ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত সিরিয়ার নাগরিকদের জন্য প্রয়োজনীয় মৌলিক ও জরুরি সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে রেড ক্রসের। সিরিয়ার আরব রেড ক্রিসেন্ট এককভাবে তাদের সাধ্যমতো যে মানবিক ত্রাণ তৎপরতা ও উদ্ধারকার্যক্রম চালিয়েছে তার প্রশংসা করেন ইগার।

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের সংখ্যা ৪১ হাজার ছোড়িয়ে গেছে। এরমধ্যে ৫,৮০০ মানুষ সিরিয়ায় এবং তুরস্কে ৩৯৮ হাজার ৪১৮ জন মারা গেছেন।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ