প্রতিরোধের মাধ্যমে ইসরাইলি সন্ত্রাসের অবসান ঘটবে: হিজবুল্লাহ
(last modified Thu, 23 Feb 2023 07:16:14 GMT )
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১৩:১৬ Asia/Dhaka
  • প্রতিরোধের মাধ্যমে ইসরাইলি সন্ত্রাসের অবসান ঘটবে: হিজবুল্লাহ

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিবাদী ইসরাইল গতকাল যে বর্বর আগ্রাসন চালিয়ে ১১ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে তার কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

গতকাল এক বিবৃতিতে সংগঠনটি ফিলিস্তিনি জনগণ এবং সংগঠনগুলোকে বিশেষ করে ইসলামি জিহাদ আন্দোলনকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

ইসরাইলি বর্বর বাহিনীর তাণ্ডবের মুখে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধমূলক ভূমিকার প্রশংসা করে হিজবুল্লাহ বলেছে, শহীদের রক্ত দিয়েই বিরত্বগাঁথা লেখা হয়। শহীদের রক্ত নাবলুস শহরকে মহিমান্বিত করবে। এ শহরের জনগণ ধৈর্য এবং বীরত্বের মাধ্যমে গতকাল ইহুদিবাদীদের সন্ত্রাস মোকাবেলা করেছেন।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের নিরপরাধ সাধারণ মানুষের ওপর দখলদার ইহুদিবাদী বাহিনীর বর্বরতা এবং নিষ্ঠুর হত্যাযজ্ঞ আবারো নিশ্চিত করল যে, এই শত্রুদের সন্ত্রাসবাদের অবসান ঘটানোর একমাত্র পথ হলো সশস্ত্র প্রতিরোধ। হিজবুল্লাহ আশা করেছে, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে।

গত ডিসেম্বর মাস থেকে ইসরাইল জেনিন এবং নাবলুস শহরের ওপর তাদের আগ্রাসন জোরদার করেছে। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় ফেরার পর এই আগ্রাসন জোরদার হয়। চলতি ২০২৩ সালে ২ মাসেরও কম সময়ের মধ্যে অন্তত ৬১ জন ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর হাতে শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২৩