এক দশকেরও বেশি সময় পর দামেস্ক সফরে গেলেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী
(last modified Tue, 28 Feb 2023 03:57:44 GMT )
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০৯:৫৭ Asia/Dhaka
  • বাশার আসাদ (বামে) ও সামেহ শুকরি (ডানে)
    বাশার আসাদ (বামে) ও সামেহ শুকরি (ডানে)

মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি সিরিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়ার পর থেকে এখন পর্যন্ত মিশরের কোনো শীর্ষ কূটনীতিক দামেস্ক সফরে যাননি।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাতে সিরিয়ার প্রতি সংহতি প্রকাশ করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী শুকরি। সেইসঙ্গে তিনি গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পের জের ধরে সিরিয়ার নাগরিকদের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার কথাও ঘোষণা করেন।

মিশরের শীর্ষ কূটনীতিক তার দেশের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসির শুভেচ্ছা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পৌঁছে দেন। তিনি মিশর ও সিরিয়ার মধ্যকার দীর্ঘকালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করার আহ্বান জানান।

সামেহ শুকরি আরব বিশ্বকে সম্ভাব্য হুমকি ও চ্যালেঞ্জ থেকে রক্ষা করার জন্য কায়রো ও দামেস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সিরিয়া এবং দেশটির জনগণকে সাহায্য করে এমন যেকোনো পদক্ষেপের প্রতি মিশরের সমর্থন রয়েছে।

সাক্ষাতে প্রেসিডেন্ট আসাদ মিশরের সঙ্গে সিরিয়ার ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক সমস্ত আরব জনগোষ্ঠীর জীবনযাপন মানের উন্নয়ন ঘটায়।সিরিয়ায় বিদেশি মদদে চাপিয়ে দেয়া সহিংসতার সময় দেশটির শরণার্থীদের গ্রহণ করার জন্য বাশার আসাদ মিশরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও এ ঘটনা প্রমাণ করে দু’দেশ নিজেদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের কথা কখনও ভুলে যায়নি।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ