ইসরাইলি মন্ত্রীর ঔদ্ধত্য
‘ফিলিস্তিনের হুওয়ারা গ্রাম মুছে দেয়া উচিত’
ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিস বলেছেন, পশ্চিম তীরের হুওয়ারা গ্রাম মাটির সাথে মিশিয়ে দেয়া প্রয়োজন। ইসরাইলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা চার দিন আগে ওই গ্রামে ভয়াবহ তাণ্ডব চালানোর পর ইসরাইলের মন্ত্রী এই বক্তব্য দিলেন।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, উগ্রবাদী মন্ত্রী জোর দিয়ে বলেন, "ইসরাইলকে এটি করতে হবে"। ইসরাইলের এই মন্ত্রী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের বিষয়টি দেখভাল করে থাকেন।
গত রোববার রাতে শত শত সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারী হুওয়ারা এবং এর আশপাশের কয়েকটি গ্রামে হামলা চালায় এবং কয়েক ডজন বাড়ি ও গাড়ি আগুনে জ্বালিয়ে দেয়।
এই গ্রামের একজন প্রতিবাদী যুবক নাবলুসে ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনে ১১ ফিলিস্তিনি শহীদ হওয়ার প্রতিশোধ হিসেবে ওইদিন দুই ইসরাইলিকে গুলি করে হত্যা করেন। এরপর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা হুওয়ারা গ্রামে তাণ্ডব চালায়। এতে একজন ফিলিস্তিনি শহীদ এবং ৩৯০ জন আহত হন। ইহুদি বসতি স্থাপনকারীদের এই তাণ্ডবে ইসরাইলের সামরিক বাহিনীর সমর্থন ও মদদ ছিল।#
পার্সটুডে/এসআইবি/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।