আলোচনায় অংশ নিতে সিরিয়ার প্রতিনিধিদল এখন মস্কোয়
(last modified Mon, 03 Apr 2023 08:14:56 GMT )
এপ্রিল ০৩, ২০২৩ ১৪:১৪ Asia/Dhaka
  • আলোচনায় অংশ নিতে সিরিয়ার প্রতিনিধিদল এখন মস্কোয়

আঙ্কারা এবং দামেস্কের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনায় অংশ নিতে সিরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল মস্কো পৌঁছেছে। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সিরিয়া, তুরস্ক, রাশিয়া এবং ইরান গত কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসছে।

গতকাল সিরিয়ার যে প্রতিনিধিদল মস্কো পৌঁছেছে তার নেতৃত্বে রয়েছে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আয়মান সুসান। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার প্রতিনিধিদল প্রথমে ইরান এবং রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এরপর ৪ এপ্রিল তারা চার দেশের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেবে।

সিরিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মস্কোর আলোচনায় প্রতিনিধিদলটি সিরিয়ায় তুর্কি সামরিক বাহিনীর উপস্থিতির অবসান ঘটানোর বিষয়ে জোর দেবে। এছাড়া, গুরুত্ব পাবে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ বন্ধের বিষয়টি।

মস্কোয় সিরিয়ার প্রতিনিধিদল পৌঁছানোর পর তাদেরকে স্বাগত জানান রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩