আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i121864-আল_আকসা_মসজিদে_ইহুদিবাদীদের_অনুপ্রবেশের_তীব্র_নিন্দা_জানাল_সিরিয়া
পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের একের পর এক আগ্রাসন ও অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। একই সঙ্গে মুসলমানদের প্রথম ক্বেবলায় ইসরাইল সরকারের বর্বরোচিত হামলার ব্যাপারে আন্তর্জাতিক সমাজের রহস্যজনক নীরবতার ও তীব্র সমালোচনা করেছে দামেস্ক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৩, ২০২৩ ১২:০৭ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল সিরিয়া

পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের একের পর এক আগ্রাসন ও অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। একই সঙ্গে মুসলমানদের প্রথম ক্বেবলায় ইসরাইল সরকারের বর্বরোচিত হামলার ব্যাপারে আন্তর্জাতিক সমাজের রহস্যজনক নীরবতার ও তীব্র সমালোচনা করেছে দামেস্ক।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে আরো বলেছে, ইসরাইলি সেনারা যখন দৃশ্যত আল-আকসা মসজিদের নিরাপত্তা রক্ষা করছে তখন ইহুদি বসতি স্থাপনকারীরা মসজিদটিতে অনুপ্রবেশ করে সেখানে ইবাদতরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে।  এ ধরনের হামলা প্রায়ই ঘটছে যা এই মসজিদের ঐতিহাসিক ও আইনি পরিচিতির সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, পশ্চিমা দেশগুলোর সরাসরি পৃষ্ঠপোষকতা নিয়ে যখন ইহুদিবাদী ইসরাইল এ ধরনের তাণ্ডব চালাচ্ছে এবং আন্তর্জাতিক সমাজ এ ব্যাপারে নীরবতা অবলম্বন করছে তখন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে প্রত্যাখ্যান করছে সিরিয়া।

বিবৃতিতে নিজেদের নৈতিক দায়িত্ব পালন করে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়।

গত মঙ্গলবার (১১ এপ্রিল) একদল উগ্র ইহুদি বসতি স্থাপনকারী ইসরাইলি সেনাদের প্রহরায় জোর করে আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে মুসল্লিদের ওপর হামলা চালায়। এর আগে ইহুদিবাদী সেনারা রমজানের শুরু থেকে ৫০ বছরের কম বয়সি ফিলিস্তিনিদের মসজিদটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।#

পার্সটুডে/এমএমআই/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।