মোসাদসহ ইসরাইলের গুরুত্বপূর্ণ বহু প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাইবার হামলার শিকার
https://parstoday.ir/bn/news/west_asia-i122410-মোসাদসহ_ইসরাইলের_গুরুত্বপূর্ণ_বহু_প্রতিষ্ঠানের_ওয়েবসাইট_সাইবার_হামলার_শিকার
ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের ওয়েবসাইটসহ ওই সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে আবারো ভয়াবহ সাইবার হামলা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৫, ২০২৩ ১৭:৩৪ Asia/Dhaka
  • (ফাইল ফটো)
    (ফাইল ফটো)

ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের ওয়েবসাইটসহ ওই সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে আবারো ভয়াবহ সাইবার হামলা হয়েছে।

সাইবার হামলা এখন যুদ্ধের একটি শক্তিশালী ও স্বল্প খরচের বিকল্প হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরাইলের অবকাঠামোর ওপর বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরে সাইবার হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলের গুরুত্বপূর্ণ সাইটের ওপর হ্যাকারদের অ্যাক্সেস তাদের তথাকথিত শক্তিশালী সাইবার সিকিউরিটির ফাঁকা বুলিরই প্রমাণ দিচ্ছে।

আল-মায়াদিন নেটওয়ার্ক ইহুদিবাদী পত্রিকা মা'আরিবের বরাত দিয়ে জানিয়েছে, "অ্যানোনিমাস সুদান" নামের একটি হ্যাকার গ্রুপ ওই সাইবার হামলা চালিয়েছে। যেসব গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে সেগুলোর শীর্ষে রয়েছে ইহুদিবাদী সরকারের গুপ্তচর সংস্থা মোসাদ এবং সরকারি বীমা কোম্পানির ওয়েবসাইট। সাইবার হামলা চালিয়ে হ্যাকার গ্রুপ হুমকি দিয়ে বলেছে: এই হামলা বৃহৎ হামলার সূচনামাত্র। সাইবার হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায় নি। তবে মোসাদের গোয়েন্দা তথ্য ব্যাপকভাবেই ফাঁস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিগত দিনগুলিতেও ইসরাইলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ  প্রতিষ্ঠানের ওয়েব সাইটে সাইবার হামলার খবর পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, বীমা, পোস্ট অফিস, স্বাস্থ্য, বেন গুরিয়ান বিমানবন্দর এবং অধিকৃত অঞ্চলের আরও সংস্থা।

ইহুদিবাদী মিডিয়া এরইমধ্যে জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পোস্টাল কোম্পানি এবং সেচ ব্যবস্থা সাইবার আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশেষ করে সেচ ব্যবস্থা হ্যাক হওয়ার পর ওয়েব সাইটে একটি বার্তা দেওয়া হয়েছে। বার্তাটি ছিল: তোমাকেও হ্যাক করা হয়েছে। ইসরায়েলকে অবশ্যই ধ্বংস করতে হবে।

‌ইহুদিবাদী পোস্টাল কোম্পানিও এক বিবৃতিতে ঘোষণা করেছে তাদের কোম্পানি বেশ কয়েকদিন ধরে ক্রমাগত সাইবার আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ কারণে তারা হ্যাকারদের অ্যাক্সেস রোধ করার জন্য তাদের ব্যবসায়িক সিস্টেমগুলি বন্ধ করে দিয়েছে।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।