সিরিয়া নিয়ে জর্ডান বৈঠকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর দৃঢ় অবস্থান
(last modified Mon, 01 May 2023 12:33:29 GMT )
মে ০১, ২০২৩ ১৮:৩৩ Asia/Dhaka
  • জর্দানে ৫ আরব পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
    জর্দানে ৫ আরব পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জর্দানের আম্মানে আজ ৫ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জর্ডান, সৌদি আরব, ইরাক, সিরিয়া ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে সিরিয়া সম্পর্কে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের অবস্থান তুলে ধরেন।

সিরিয়া সঙ্কটের এক দশক পর এটা স্পষ্ট হয়েছে যে দামেশক সরকারকে ক্ষমতাচ্যুত করার নীতি ব্যর্থ হয়েছে। কাজেই বেশিরভাগ আরব দেশই চায় সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে।

মেহের বার্তা সংস্থা জানায় ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসাইন জর্দান বৈঠকে বলেছেন: ইরাকে সন্ত্রাসবাদ এবং সরকারের কর্তৃত্বকে দুর্বল করার চেয়ে বিপজ্জনক আর কিছু নেই। সে কারণে আমাদের কর্তব্য হলো ভ্রাতৃপ্রতিম দেশগুলোতে ভ্রাতৃত্বের স্তম্ভগুলোর স্থিতিশীলতা নিশ্চিত করতে এগিয়ে যাওয়া। বিশেষ করে যেসব দেশ বাইরের হস্তক্ষেপ ও সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরিয়ায় স্থিতিশীলতা ও উন্নয়ন পুনরুদ্ধার করার লক্ষ্যে আরব লীগের ইতিবাচক ভূমিকা পালন করা উচিত বলে মন্তভ্য করেন ফুয়াদ হোসাইন। তিনি বলেন: দেশটি যেন পুনরায় চ্যালেঞ্জ মোকাবেলায় একটি কার্যকর রাষ্ট্রে পরিণত হতে পারে সে লক্ষ্যে আমাদের সহায়তা করতে হবে।

ইরাকি পররাষ্ট্রমন্ত্রী জর্দান বৈঠকে ইরান-সৌদি সম্পর্ক প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়ে বলেন: এ দু'দেশের মধ্যকার সমঝোতা এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

ইরান ও সৌদি আরব গত ১০ মার্চ বেইজিংয়ে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে সম্মত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আগামী দুই মাসের মধ্যে উভয় দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশন চালু হতে যাচ্ছে।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ