ইরান ও সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক: 'প্রচণ্ড ঝড়েও এতটুকু টলেনি সম্পর্কের ভিত'
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে দামেস্কে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। আজই দামেস্কে পৌঁছে বৈঠকে অংশ নেন ইরানি প্রেসিডেন্ট।
এর আগে দামেস্ক প্রাসাদে আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম রায়িসিকে অভ্যর্থনা জানান বাশার আসাদ। আজকের বৈঠকে ইরানি প্রেসিডেন্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিরিয়ার সরকার ও জনগণের বিজয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে প্রচণ্ড ঝড়-তুফান তথা পরিবর্তন দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে প্রভাব ফেলতে পারেনি।
এ সময় তিনি ইরানের সন্ত্রাসবাদবিরোধী কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিসহ শহীদদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। রায়িসি বলেন, সিরিয়া ইস্যুতে ইরানের অবস্থান যে সঠিক ছিল তা এখন সবাই বুঝতে পেরেছে। যারা এর আগে এ বিষয়ে নানা কথা বলত তারাও এখন এই সঠিক অবস্থানের প্রশংসা করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের মতো দেশ পুনর্গঠনেও ইরান সিরিয়ার পাশে থাকবে বলে জানান প্রেসিডেন্ট রায়িসি।
এ সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কঠিন সময়ে তার দেশকে সাহায্য ও সহযোগিতা করার জন্য ইরানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইরানের সাহায্য ও সহযোগিতার কথা সিরিয়ার জনগণ ও সরকার কখনোই ভুলবে না। তিনি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন ও উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নিতে ইরানের প্রতি আহ্বান জানান।
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, দুই দেশের সম্পর্ক এতটাই সমৃদ্ধ ও অভিজ্ঞতায় পরিপূর্ণ যে, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে প্রচণ্ড ঝড়-তুফান তথা রাজনৈতিক ও নিরাপত্তাগত পরিবর্তনের মধ্যেও দুই দেশের সম্পর্কে এসবের কোনো প্রভাব পড়েনি, দ্বিপক্ষীয় সম্পর্ক অটল ও সুদৃঢ় রয়েছে।
আজকের এই বৈঠকে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বাশার আসাদের আমন্ত্রণে আজই দামেস্ক পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।