সুদানের সংঘাত থামাতে আমরা ব্যর্থ: জাতিসংঘ মহাসচিব
(last modified Thu, 04 May 2023 04:32:58 GMT )
মে ০৪, ২০২৩ ১০:৩২ Asia/Dhaka
  • সুদানের সংঘাত থামাতে আমরা ব্যর্থ: জাতিসংঘ মহাসচিব

সুদানের চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, সংঘর্ষের ধরন ও তীব্রতায় জাতিসংঘ বিস্মিত হয়েছে।

কেনিয়া সফররত গুতেরেস বুধবার নাইরোবিতে বলেন, জাতিসংঘসহ সবাই আশা করেছিল আলোচনার মাধ্যমে সুদানের চলমান সংঘাত ও মতবিরোধের অবসান হবে; কিন্তু তা হয়নি। তিনি আরো বলেন, যে মাত্রায় সংঘাত ছড়িয়ে পড়েছে তা আমরা কেউ আশা করিনি। আমরা স্বীকার করে নিচ্ছি যে, আমরা সংঘাত বন্ধ করতে ব্যর্থ হয়েছি।

সুদানের সংঘাত বন্ধের উপায় নিয়ে আলোচনা করতে নাইরোবি গেছেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে তিনি আরো বলেন, সুদানের মতো অনেক দুর্ভোগ পোহানো দেশটির পক্ষে দুই দল জনগোষ্ঠীর মধ্যকার সংঘাত সহ্য করা সম্ভব নয়। তিনি বলেন, সংঘাতের নেতৃত্ব দানকারী দুই জেনারেলের ওপর এমনভাবে চাপ প্রয়োগ করতে হবে যাতে তারা রাজনৈতিক সংলাপের মাধ্যমে একটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন।

গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাপ্রধান এবং আধা সামরিক বাহিনী- র‍্যাপিড সাপোর্ট ফোর্সের প্রধানের ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে দেশটিতে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ পর্যন্ত এতে ৫০০’র বেশি মানুষ নিহত হয়েছে। চলমান সংঘর্ষে বহু হাসপাতাল এবং সেবা সংস্থা অকার্যকর হয়ে পড়েছে এবং আবাসিক এলাকাও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এছাড়া, হাজার হাজার মানুষ এরইমধ্যে প্রতিবেশী মিশর, চাদ এবং দক্ষিণ সুদানে পালিয়ে গেছে। সংঘাতের তীব্রতায় বিশ্বের বেশিরভাগ দেশ সুদান থেকে তাদের কূটনীতিক এবং অন্যান্য নাগরিক সরিয়ে নিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ