‘দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সিরিয়া সফর টার্নিং পয়েন্ট’
https://parstoday.ir/bn/news/west_asia-i122812-দ্বিপক্ষীয়_সম্পর্কের_ক্ষেত্রে_সিরিয়া_সফর_টার্নিং_পয়েন্ট’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি সিরিয়ায় তার দুদিনের সফরকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৫, ২০২৩ ১৮:০৪ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি সিরিয়ায় তার দুদিনের সফরকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, সিরিয়ার সরকার এবং জনগণ যে প্রতিরোধ যুদ্ধ করছে তার প্রতি সম্মান দেখাতেই তিনি এই সফর করেন।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, গত ১২ বছর ধরে সিরিয়ার সরকার এবং জনগণ বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী তৎপরতা এবং ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রে যে দৃঢ় প্রতিরোধ চালিয়ে আসছে তা ইরান, সিরিয়া এবং পুরো মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুই দিনের সফর শেষে সিরিয়া থেকে দেশে ফিরে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, সিরিয়া সফরের সময় তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে প্রধানত অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এই সফরে সিরিয়া ও ইরান ১৪টি সহযোগিতামূলক চুক্তি সই করে যার আওতায় দু দেশ বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালন, যৌথ ব্যাংক ও বিমা প্রতিষ্ঠা, বাণিজ্য শুল্ক কমানো, ইরান, ইরাক ও সিরিয়ার মধ্যে পরিবহন সুবিধা গড়ে তোলা এবং সিরিয়ার কৃষি শিল্প ও জালানি খাতকে পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেয়া হবে। প্রেসিডেন্ট রায়িসি বুধবার সিরিয়া সফরে যান এবং গতকাল দু'দিনব্যাপী এ সফর শেষ হয়।#
পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।