দখলদার মার্কিন সেনাদের বিরুদ্ধে ৫ হাজার অভিযান চালানো হয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i122890-দখলদার_মার্কিন_সেনাদের_বিরুদ্ধে_৫_হাজার_অভিযান_চালানো_হয়েছে
ইরাকের প্রতিরোধকামী সংগঠন আসাইব আহলুল হকের নেতা কায়েস আল-খাজালি বলেছেন, তার সংগঠন এ পর্যন্ত দখলদার মার্কিন সেনাদের বিরুদ্ধে অন্তত ৫ হাজার অভিযান পরিচালনা করেছে। গতকাল (শনিবার) সংগঠনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বক্তৃতায় তিনি এই তথ্য জানান। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ০৭, ২০২৩ ১১:৫২ Asia/Dhaka
  • কায়েস আল-খাজালি
    কায়েস আল-খাজালি

ইরাকের প্রতিরোধকামী সংগঠন আসাইব আহলুল হকের নেতা কায়েস আল-খাজালি বলেছেন, তার সংগঠন এ পর্যন্ত দখলদার মার্কিন সেনাদের বিরুদ্ধে অন্তত ৫ হাজার অভিযান পরিচালনা করেছে। গতকাল (শনিবার) সংগঠনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বক্তৃতায় তিনি এই তথ্য জানান। 

খাজালি বলেন, দখলদার সেনাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রতিরোধকামী এই সংগঠনটি এমন নীতি ও আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে যা তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে।
খাজালি বলেন, আসাইব আহলুল হক উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে ইরাকের পবিত্র মাজারগুলো রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একইভাবে তারা সিরিয়ার পবিত্র মাজারগুলো রক্ষার ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন। 
তিনি গতকালের অনুষ্ঠানে ঘোষণা করেন, ইরাক এবং ইরাকি জনগণের জন্য জীবন দিতে তারা প্রতিমুহূর্তে প্রস্তুত রয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।